গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারের ভবিষ্যৎ কী?
- October 5, 2023
- Posted by: STS IT
- Category: Graphic Design Video Editing Web Design Web Development
No Comments

– আমরা প্রায় ই আপনাদের থেকে একটা প্রশ্ন পেয়ে থাকি- ফ্রিল্যান্সিং করার জন্য কি পড়াশুনার প্রয়োজন আছে?
উত্তরটি হলো- প্রাতিষ্ঠানিক শিক্ষা, ডিগ্রি বা সার্টিফিকেট না থাকলেও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা সম্ভব- তাই বলে এই সেক্টরে একদম ই পড়াশোনা করার প্রয়োজন নেই এ ধারণাটা একেবারেই ভুল।
একজন ফ্রিল্যান্সারকে প্রতিনিয়ত রিসার্চ করতে হয়, জানতে হয় আপডেটেট সব টেকনোলজি। কারন এখন টেকনোলজি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে তার সাথে তাল মিলিয়ে আপডেট হচ্ছে মার্কেটপ্লেসের নিয়ম। তারসাথে আবার প্রতিনিয়তই এই সেক্টরে প্রতিযোগিতা বাড়ছে।
তাই সাফল্য অর্জন করতে হলে পড়াশোনা চালিয়ে যেতে হবে নিজে থেকেই।