লোগো ডিজাইন শিখার জন্য আপনাকে Artist হতে হবে না!
- October 1, 2023
- Posted by: STS IT
- Category: Graphic Design

লোগো ডিজাইন শিখতে হলে আপনার খুব বেশী ক্রিয়েটিভিটি থাকতে হবে মোটেও এমনটা ভাববেন না।
✅গুগলে লোগো ডিজাইন বা স্পেসিফিক কোন টাইপ লিখে সার্চ দিন।
(যেমন: Restaurant logo design, Real-state logo design etc)। আর সেগুলো হুবহু নিজে করার চেষ্টা করুন। গ্রাফিক ডিজাইনে প্র্যাক্টিস করার কোন বিকল্প নেই। অনেক জিনিস থাকে যেগুলো দেখলে মনে করবেন সহজ কিন্তু চেষ্টা করলে বুঝতে পারবেন তাতেও কিছু জটিলতা আছে। এটা শুধু আপনার হাতের দক্ষতা বাড়ায় ঠিক তা-ই না। এটা আপনাকে নতুন একটা লগো তৈরিতে সহায়তা করবে। আপনার ক্রিয়েটিভ মাইন্ডকে আপগ্রেড করবে।
– এখন প্রশ্ন হলো কেন আমরা অন্যের ডিজাইন দিয়ে প্র্যাক্টিস করবো❓
👉 আপনি হয়তো মিউজিক রিয়েলিটি শো দেখেন (যেমন, সারেগামাপা, বাংলাদেশি আইডল)। আপনি কি কখনো দেখেছেন যে, এসব তরুণ শিল্পী যারা অংশগ্রহণ করেন সবাই নতুন নতুন গান তৈরী করে গান গাইতে? না, এরকম হয় না। তাদেরকে পুরাতন গানগুলো গাওয়ানো হয় যাতে করে অংশগ্রহণকারীর এক্সপেরিয়েন্স বৃদ্ধি পায় এবং গানকে আত্মস্থ করতে পারে।
ঠিক একই ভাবে কম্পিউটার গ্রাফিক্সেও আগের কারো করা কাজকে নিজ হাতে করলে এক্সপেরিয়েন্স বাড়ে। তখন নিজে কিছু আবিস্কারের প্রবণতা তৈরি হয়। তাই শুরুতেই যদি নিজের ব্রেইন থেকে ডিজাইন করেন, তাহলে ক্রিয়েটিভিটি বাড়বেনা, হতাশাও তৈরি হতে পারে। শুরুতে মিনিমাম ১০০টা ডিজাইন কপি করতে হবে।
তাই আপনি আঁকাআঁকি করতে পারেন কি না পারেন সেটা দিয়ে কখনো লগো ডিজাইন এর ক্রিয়েটিভিটি যাচাই না করে প্রচুর প্র্যাকটিস করুন।