গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারের ভবিষ্যৎ কী?
- October 1, 2023
- Posted by: STS IT
- Category: Graphic Design
🧑💻 বর্তমানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেই নয় বরং একটা কোম্পানির মার্কেটিং করার জন্য যা যা দরকার, তার বেশির ভাগই বানিয়ে থাকেন গ্রাফিক্স ডিজাইনাররা। তাই দিন দিন তুমুল হারে বেড়েই চলেছে ডিজাইনারদের চাহিদা। তাছাড়াও বিশ্বব্যাপী তালমাতাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও আগামী বছরগুলোতে তথ্যপ্রযুক্তির যেসব দক্ষতাগুলোর চাহিদা বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রাফিক ডিজাইন।
– কেন STS IT থেকে গ্রাফিক ডিজাইন কোর্স শিখবেন❓
👉 গ্রাফিক ডিজাইন শিখলেন, কিন্তু প্রজেক্ট আনার টেকনিক জানলেন না, তাহলে যে কোর্স ফি ব্যয় করেছেন, সেটি পুরোটাই লস। STS ITতে কোর্স করার পাশাপাশি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মাধ্যমে মার্কেটপ্লেসের টেকনিকসহ কিভাবে লোকাল মার্কেটপ্লেসগুলোতেও কাজ করতে পারবেন সেগুলোও শিখানো হয়। যাতে তীর্থের কাকের মত শুধুমাত্র মার্কেটপ্লেসের ক্লায়েন্ট এর জন্য অপেক্ষা না করতে হয়।