ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কি কি স্কিল থাকতে হবে?
- September 27, 2023
- Posted by: STS IT
- Category: Computer and Basic IT Graphic Design Video Editing Web Design Web Development
– প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করি, ফ্রিল্যান্সিং কোনো কোর্স না বা এটা শেখা যায় না।
ফ্রিল্যান্সিং একটা সেক্টর, যে সেক্টরে অনেক ধরনের জব অপশন রয়েছে।
যেমন ধরুন, “আমি শিক্ষকতা শিখব”, এটা কেউ বলতে পারবে না।
কারণ শিক্ষকতা শেখা যায় না।
একই ভাবে আপনি যদি গ্রাফিক্সের কাজ শিখেন, কিংবা ওয়েব ডেভেলপমেন্ট, কিংবা মার্কেটিং, তাহলে আপনি এগুলো শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন।
অর্থাৎ আপনি নির্দিষ্ট কোন স্কিল শিখছেন, ফ্রিল্যান্সিং নয়। তো, এই স্কিল শেখার আগে কিছু ব্যাসিক requirement থাকে, যেগুলো জানা থাকলে আপনার কাজ শেখা সহজ হয়ে যাবে।
এগুলো হচ্ছেঃ
✅ কম্পিউটার এর বেসিক দক্ষতা। (ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইন্সটল করতে পারা, ইন্টারনেট ব্রাউজিং করতে পারা)
✅ কোন কিছু সম্পর্কে ইন্টারনেটে রিসার্চ করতে পারার দক্ষতা।
✅ ইংরেজিতে অন্তত chat করে কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার মতো দক্ষতা।
✅ একটি কম্পিউটার ডিভাইস। (Minimum- Core i5 8th Gen, 8gb Ram, 128gb SSD)
একই সাথে আপনার কিছু সফট স্কিল ও থাকতে হবে। যেমনঃ
☑️ লেগে থাকার জন্য ধৈর্য।
☑️ পরিশ্রম করার মন মানসিকতা।
☑️ সেলফ মোটিভেশনঃ যেহেতু কাজে ফাঁকি দিলে বলার কেউ নাই, তাই সেলফ মোটিভেশন অনেক দরকার পড়বে।
☑️ নতুন জিনিস শেখার আগ্রহঃ ফ্রিল্যান্সিং করতে চাইছেন মানে, প্রতিদিন আপনাকে নতুন কিছু শিখতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট রাখতে হবে।
ব্যাপারটা এমন না যে, এগুলো একদম ফিক্সড। কিন্তু, এই ব্যাপার গুলো ফ্রিল্যান্সিং এ আপনার ক্যারিয়ার গড়তে খুব কাজে লাগবে।
দেখুন ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কাছ থেকে কখনোই কোনো ধরনের অফলাইন অর্জন করা সার্টিফিকেট সম্পর্কে জানতে চাওয়া হবে না। মূলত আপনার ফ্রিল্যান্সিং জগতটা নির্ভর করছে আপনার কোন বিষয়ের উপর দক্ষতা রয়েছে এবং আপনার ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন দক্ষতার উপর।
আমাদের দেশে এমন অনেক রয়েছে যারা মাত্র ক্লাস ৫ পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে খুঁটিনাটি জানেন এবং ক্লায়েন্টের সাথে ইংরেজিতে মোটামুটি মানের কমিউনিকেট করতে পারেন তারও ফ্রিল্যান্সিং করে থাকেন।
আপনার কিরকম দক্ষতা রয়েছে কি কাজ করে আপনি ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন এবং আপনি যদি বায়ারের সাথে কমিউনিকেশনে সক্ষম হন, তবে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা কখানো কোন ধরনের সমস্যায় ফেলবে না আপনাকে।