একাডেমিক পড়াশোনার পাশাপাশি Skill Development আপনাকে এগিয়ে রাখবে দশ ধাপ!
- September 27, 2023
- Posted by: STS IT
- Category: Computer and Basic IT Graphic Design Video Editing Web Design Web Development

বর্তমানে জীবনযাত্রার মানের সাথে চাকরির ধরণেও পরিবর্তন এসেছে। এখন আর কোন অফিসে কর্মকর্তা- কর্মচারীর পাশে বস্তা বস্তা ফাইল থাকে না, একটি অত্যাধুনিক কম্পিউটারই সক্ষম সকল তথ্য সংরক্ষণ করতে। শুধু সময়ের সাথে আপডেট করতে হবে নিজেকে।
পড়াশুনার পাশাপাশি এখন আপনার আইটি সম্পর্কে ধারণা থাকতেই হবে। চাকরির বাজারে নিজেকে অন্যদের থেকে ব্যতিক্রম ভাবে উপস্থাপন করতে হলে আপনাকে প্রযুক্তির সাথে নিজেকে খাপখাওয়াতে হবে।
এখন কথা হলো শুধু Word File সাবমিট করলে কি ক্লায়েন্ট বা ম্যানেজমেন্টকে আকর্ষিত করা যাবে কি? আপনি যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেন কিছু ছবি, ইনফোগ্রাফিক্স ব্যবহার করেন তাহলে কি তা বেশি আকর্ষনীয় হবে না? অবশ্যই হবে।
আপনি যে সেক্টরেই কাজ করতে যান না কেন আপনার যদি জানা থাকে গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়াদি তাহলে আপনিও কিন্তু নিজেকে উপস্থাপন করতে পারেন ব্যতিক্রমভাবে। তাই ক্যারিয়ার এর কথা চিন্তা করে পড়াশুনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে একধাপ এগিয়ে থাকুন!