ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেসের চাহিদা কেমন?
- September 27, 2023
- Posted by: STS IT
- Category: Web Design Web Development
🧑💻বর্তমান সময়ে অনেকে ক্যারিয়ার হিসাবে চাকরির পাশাপাশি আরও নানান পেশায় নিজেকে তৈরি করছে। আর সে ধারাবাহিকতায় যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে অন্যতম একটি ক্ষেত্র হিসেবে পরিচিত পেয়েছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভলপার।
এজন্য আজকাল অনেকেই চাকরী-পড়াশোনার পাশাপাশি ওয়ার্ডপ্রেসের শেখার দিকে অগ্রসর হচ্ছে। অনেকেই নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসবে গড়ে তুলছেন অথবা অনেকেই নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য ওয়ার্ডপ্রেসের দিকে ঝুঁকছেন। বর্তমান সময়ে ব্লগিং, ওয়েব ডিজাইনিং এবং রাইটিংয়ের বেশ চাহিদা। পাশাপাশি এই চাহিদার ব্যাপক সম্প্রসারণ লক্ষ্য করা যাচ্ছে। সেজন্য আপনি যদি সময় নিয়ে এই স্কিলটি রপ্ত করেন তাহলে আপনি খুব সহজেই একটি উজ্জ্বল ক্যারিয়ার গঠন করতে পারবেন।
বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্লগগুলো মনিটাইজিংয়ের মাধ্যমে Ads, প্রমোশনাল পোস্ট, এফিলিয়েট মার্কেটিং এবং অন্যান্য সাইটের মাধ্যমে আয় করছে। পাশাপাশি এই কাজগুলো বিশ্বের সামনে আপনার দক্ষতাকে তুলে ধরতে এবং নতুন আয়ের উৎস তৈরিতে সাহায্য করবে।
ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব সহজে আপনার ওয়েবসাইটে ট্রাফিক যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি বিভিন্ন ভাষাভাষির মানুষের কাছে আপনার কাজ সুনাম নিয়ে আসবে।