ভবিষ্যতে চাকরির জন্য কম্পিউটার এর বেসিক দক্ষতা জানা কি বাধ্যতামূলক?
- September 22, 2023
- Posted by: STS IT
- Category: Computer and Basic IT
বর্তমান যুগে কম্পিউটার দক্ষতা ছাড়া ভালো কোন কোম্পানিতে চাকরি পাওয়া প্রায় অসম্ভব! কারণ এখন প্রায় সব কাজেই কম্পিউটার ব্যবহার হয়, সেটা হিসাব রাখা থেকে শুরু করে, প্রতিবেদন লেখা।
আপনার যদি একটি ভালো কম্পিউটার কোর্স করা থাকে, তাহলে বর্তমান সময়ে চাকরির বাজারে নিজেকে সবার থেকে একধাপ এগিয়ে রাখতে পারবেন।
তাছাড়া, Computer & Basic IT কোর্স এ ভালো দক্ষতা থাকলে, চাকরি ছাড়াও আপনারা বিভিন্ন কাজ যেমন, ফ্রিল্যান্সিং বা বিভিন্ন এডভ্যান্স কোর্স করার সময় আপনাকে বেসিক কাজ নিয়ে সমস্যায় পরতে হবে না।
বেসরকারি প্রতিষ্ঠান যেমন corporate offices, private bank, accounts related work, business firm ইত্যাদি গুলোতে, একটি বেসিক কম্পিউটার কোর্স করা প্রার্থীদের জন্যেও চাকরির সুযোগ প্রচুর রয়েছে এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার স্কিল থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
তাছাড়া দেশের প্রতিবছর প্রায় ৫০-৬০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। সেখানেও আপনার বেসিক কম্পিউটার স্কিল আপনাকে চাকরি পেতে অনেকটাই সহজ হয়ে যাবে।
তবে এখন প্রশ্ন হলো, চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন কম্পিউটার কোর্স সমূহ করতে হবে ?
কম্পিউটার এর যে বেসিক স্কিলগুলোতে আপনার অবশই দক্ষ হতে হবেঃ
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ডকুমেন্টেশন করা।
মাইক্রোসফট এক্সেল দিয়ে ডেটা এনালাইসিস এবং হিসাব রাখা।
পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করা।
দ্রুত টাইপ করা।
ক্লাউড স্টোরেজ এর ব্যবহার জানা।
শর্টকাট ব্যবহার করতে পারা।