কোনটা শিখবো? Graphic Design নাকি Web Design
- September 22, 2023
- Posted by: STS IT
- Category: Graphic Design Web Design Web Development
ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং ভিত্তিক কাজগুলোর মধ্যে সবথেকে ডিমান্ডেবল। তাই অনেকেই জানতে চায়, ফ্রিল্যান্সিং করার জন্যে ‘ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক্স ডিজাইন’ কোনটা শিখব? এই প্রশ্নের উত্তর জানার কৌতুহল কম-বেশি সকলেরই আছে।
আপনি যদি Fiverr, UpWork, Freelancer ইত্যাদি মার্কেটপ্লেস গুলোকে প্রবেশ করেন তবে দেখবেন যে, উক্ত মার্টেকপ্লেস গুলোর প্রধান ক্যাটাগরিই হলো ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন।
তবে আপনার জন্য কোনটা শেখা ভালো হবে, ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক্স ডিজাইন? এই সিদ্ধান্তটি নেওয়ার আগে আপনাকে বেশকিছু বিষয় বিশ্লেষণ করে তারপর ফাইনাল সিদ্ধান্তে উপনীত হতে হবে।
ওয়েব ডিজাইন (Web Design)
ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট এই দুটি বিষয় অনেকটা আলাদা। আপনি যদি এই দুটি বিষয়ের সমন্বয় ঘটিয়ে একটি পূর্ণাঙ্গ স্কিল ডেভেলপ করতে চান, তবে আপনাকে বেশকিছু কোডিং বা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। যেমন- HTML, CSS, JavaScript, jQuery ইত্যাদি। আপনি যদি টেকনলজি নিয়ে খুব বেশি আগ্রহ এবং কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে ওয়েব ডিজাইন কোর্সটি আপনার জন্য।
গ্রাফিক্স ডিজাইন (Graphics Design)
গ্রাফিক্স ডিজাইন অনেক সমৃদ্ধ একটি সেক্টর। এর প্রধান কাজ হলো আর্ট বা শিল্প। এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। গ্রাফিক্স এর মধ্যে প্রকারভেদ রয়েছে। যেমন- স্টিল ইমেজ গ্রাফিক, মোশন গ্রাফিক / ভিডিও গ্রাফিক থাকলেও তবে আমরা সাধারণত স্টিল ইমেজ গ্রাফিক এর কাজকেই গ্রাফিক্স ডিজাইন বলে জানি। গ্রাফিক্স ডিজাইন এমনই একটি বিষয়, যা দৈনন্দিন জীবনের প্রায় সকল কাজের সাথেই ওতপ্রোতভাবে মিশে আছে।
ফ্রিল্যান্সিং ভিত্তিক ক্যারিয়ার গুলোর মধ্যেও গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার অনেক জনপ্রিয়। গ্রাফিক্স ডিজাইন করার জন্য বিভিন্ন ধরণের সফটওয়্যার রয়েছে।
সফটওয়্যার হিসেবে রয়েছে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইন ডিজাইন ইত্যাদি।
ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক্স ডিজাইন কোন স্কিল অর্জন করলে আপনার জন্য সুইটেবল হবে তা আপনিই কেবল ফাইন্ড আউট করতে পারবেন।
তবে একথা সত্য যে, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন উভয় স্কিলেই দারুণ ক্যারিয়ার অপর্চুনিটি রয়েছে। বাংলাদেশ থেকেই লক্ষ লক্ষ ফিল্যান্সার এই স্কিল গুলো উপর কাজ করছে।