Academic IELTS ও General Training IELTS কোনটি করার জন্য?
- September 11, 2023
- Posted by: STS IT
- Category: IELTS
✈️ আপনার যদি বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য যেতে চান তাহলে ইংরেজিতে ভাষা দক্ষতার মাপকাঠি হিসেবে IELTS পরীক্ষা আপনাকে দিতেই হবে, তা আপনি যে উদ্দেশ্যেই যান।
আপনার জন্য IELTS Academic নাকি IELTS General কোন মডিউলটি উপযুক্ত হবে তা নির্ভর করছে আপনি কি কাজে বিদেশে যাচ্ছেন তার উপরে!
𝐀𝐂𝐀𝐃𝐄𝐌𝐈𝐂 𝐕𝐒 𝐆𝐄𝐍𝐄𝐑𝐀𝐋 𝐈𝐄𝐋𝐓𝐒 – কোনটি কাদের জন্য❓
👉 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐈𝐄𝐋𝐓𝐒: Academic IELTS এর লক্ষ্যই হলো আপনার Academic ইংরেজি দক্ষতা যাচাই করা। আপনি যদি আন্ডারগ্র্যাজুয়েট বা পোস্ট-গ্র্যাড কোনো ডিগ্রীর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার আবেদনকৃত বিশ্ববিদ্যালয় থেকেই IELTS এর স্কোর চাওয়া হবে। Academic মডিউলটি কার্যতই বেশি টেকনিকাল বা জটিল ভোক্যাবুলারি ও টেক্সট দিয়ে ডিজাইন করা হয়। এর স্কোর থেকে জানা যায় একজন ব্যক্তির Academic ভাষাজ্ঞান কতখানি শক্তিশালী।
👉 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐈𝐄𝐋𝐓𝐒: আপনি যদি ইমিগ্রেশনের বা ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে IELTS General Test দিতে হবে। এই মডিউলটি কর্মক্ষেত্রে প্রতিনিয়ত যোগাযোগের দক্ষতার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই মডিউলের ভালো ব্যান্ড স্কোর আপনার ইমপ্লয়ারকে জানাবে যে আপনি একটি নতুন কর্ম পরিবেশে ও ভাষাগত যোগাযোগে কতোটা ভালোভাবে খাপ খাওয়াতে পারবেন।
✒️ ACADEMIC ও GENERAL Training IELTS এর question pattern এ মূলত Writing Task-1 এবং Reading Module এ পার্থক্য থাকে।
📊 একটি Trusted Organization এর ডেটা অনুযায়ী, IELTS Test এ মোট অংশগ্রহনকারীদের মধ্যে ৭৬% Academic টেস্টকে প্রাধান্য দিয়েছেন, বাকি ২৪% দিয়েছেন General IELTS টেস্ট।
✅ আপনার প্রয়োজন বুঝে আপনাকে আপনার মডিউল বেছে নিতে হবে। তবুও আমাদের সাজেশন থাকবে আপনি আপনার ইমপ্লয়ার বা যে প্রতিষ্ঠানের সাথে আপনি সংযুক্ত হতে চাচ্ছেন তাদের কাছ থেকে জেনে নেওয়া কোন IELTS Test টি আপনার জন্য সবথেকে বেশি উপযুক্ত হবে। যেহেতু, দুটো মডিউলে কিছু পরিষ্কার পার্থক্য রয়েছেই, তাই আগে থেকে জেনে বুঝে প্রিপারেশন নেয়াটাই শ্রেয়।