Heartiest congratulations to JAMEE !!!
আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের অফলাইন IELTS ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, H. MD. JAMEE, ব্রিটিশ কাউন্সিলের অধীনে IELTS টেস্টে Band score 6 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এখানেই শেষ নয়! এই অর্জনের সাথে রয়েছে জামির আরেকটি অসাধারণ প্রাপ্তি। সম্প্রতি তিনি উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে কানাডিয়ান ভিসা পেয়েছেন।
STS টিমের পক্ষ হতে জামিকে প্রাণঢালা অভিনন্দন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।