গ্রাফিক্স ডিজাইনে তো নিজেকে পাকাপোক্ত করে তুললেন, আর এখনো যদি সফল না হোন, তাহলে আমরা তো আছিই। কিন্তু গ্রাফিক্স ডিজাইন শিখলেন, এরপর? মার্কেটে কীভাবে নিজেকে অতুলনীয় করবেন? রাস্তাটা অত সোজা না, আবার একটু চেষ্টা করলেই প্রতিবন্ধকতা পূর্ণ পথ হয়ে উঠবে মসৃণ । কীভাবে?
এ সকল প্রশ্নের উত্তর আপনি পাবেন আগামীকাল। আমাদের সফল ফ্রিল্যান্সার ও ট্রেইনার আবদুল্লাহ আল মামুন এবং সফল সিনিয়র ওয়েব ডেভেলপার নিলয় সাহা আগামীকাল আসছেন লাইভে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে।
Host হিসেবে থাকছেন আমাদের STS এর সম্মানিত CEO এবং Founder অনুপ সাহা।
তৈরি তো? দেখা হবে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার , অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ৭ঃ৩০ টায়।